শেরপুরে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের চকপাঠক এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। এতে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ দলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রৌহা ইউনিয়ন দল।
খেলার নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ গোলে সমতা থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে পাকুড়িয়া ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে রৌহা ইউনিয়ন। এ সময় বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন। দর্শকের চাপে গ্যালারি ছাপিয়ে মাঠের ভেতরেও হাজার হাজার মানুষ ঢুকে পড়েন। দর্শক সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যদের।
পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও টাকার চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। এ সময় তিনি বলেন, খেলাধুলা মনকে চাঙা রাখার পাশাপাশি মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। শেরপুরের মানুষ যে ফুটবল প্রিয়।