হোম > ছাপা সংস্করণ

আশুলিয়ার সেই হাসপাতাল সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি

চিকিৎসক না থাকাসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় সাভারের আশুলিয়ার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ২টার দিকে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযানে এসে দেখা যায় হাসপাতালে কোনো চিকিৎসক নেই। তাঁদের ওষুধের দোকানে কোনো লোক নেই। ১৬ শয্যার হাসপাতালে তিনজন নার্স থাকার কথা থাকলেও তা নেই। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন নয়।’

ইউএনও বলেন, ‘এমনকি আমরা হাসপাতালে কর্তৃপক্ষের কোনো লোক পাইনি। তাঁদের ফোন করে আনতে হয়েছে। এই হাসপাতালের কোনো লাইসেন্স নেই। এ ছাড়া তাঁদের কোনো ডাক্তারের তালিকা বা নিয়োগ চুক্তি নেই। এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাঁরা। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দিয়েছি। নিয়ম অনুযায়ী তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে।’

ডা. মো. সায়েমুল হুদা জানান, ‘জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তাদের পরবর্তীতে হাসপাতাল চালানোর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা সেগুলো বাস্তবায়ন করতে পারলে আবারও পরিদর্শনে আসব। সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর আজকের পত্রিকার অনলাইনে ‘আয় কম, তাই রাতে ডাক্তার থাকে না হাসপাতালে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদনে মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালের নানা অনিয়ম উঠে আসে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ