হোম > ছাপা সংস্করণ

নান্দনিক রূপ নিচ্ছে চাঁদপুর

মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর

‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুর জেলা শহর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে প্রশস্ত সড়ক, নালা, ফুটপাতসহ নানা সুযোগ-সুবিধা। ‘ক’ শ্রেণির এই পৌরসভাকে নান্দনিক করে গড়ে তুলতে বর্তমান পৌর পরিষদ গত তিন বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়নকাজ করেছে।

পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত পৌরসভার শতকোটি টাকার কাজ সম্পন্ন হবে। নির্ধারিত মেয়াদের মধ্যেই সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে শহরকে নান্দনিক করে গড়ে তোলা হবে।

চাঁদপুর পৌরসভার প্রকৌশল শাখাসহ উন্নয়নসংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার বর্তমান মেয়র ২০২০ সালে নির্বাচিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের ছয় মাসের সাড়ে সাত কোটি টাকা বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছেন।

বিদ্যুতের পাঁচ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করে ব্যয় সংকোচন করা হয়েছে। সবচেয়ে বেশি বেহাল ছিল সড়ক ও পয়োনালা (ড্রেনেজ) সমস্যা। নিজস্ব অর্থায়নে এরই মধ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক, নালা ও ফুটপাত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, আরও উন্নয়নকাজ চলমান রয়েছে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শামসুদ্দোহা বলেন, বর্তমান মেয়র ২০২০ সালের ২৪ অক্টোবর দায়িত্ব নেন। এরপর তিনি পৌরসভার পিছিয়ে পড়া এলাকাগুলো খুবই গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ