হোম > ছাপা সংস্করণ

পতিত জমিতে পুষ্টি বাগান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। কৃষি মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে তৈরি করা হয়েছে পারিবারিক সবজি-পুষ্টি বাগান। ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বিনা মূল্যের বীজ পেয়ে সব কৃষকই বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বাগান করে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে অর্ধশতাধিক কৃষককে প্রতি দেড় শতক জমির জন্য ১৭ রকমের বীজ ও ফলজ বৃক্ষ চারা দেওয়া হয়েছে। এর মধ্যে লাল শাক, পালং শাক, ঢ্যাঁড়স, শিম, কলমি, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, ডাঁটা, ঝিঙে, পটল, ধুন্দুল, বেগুন, মুলা শসা ইত্যাদি রয়েছে। এ ছাড়া প্রত্যকে কৃষককে সবজি বাগানে চাহিদা অনুযায়ী সার, কীটনাশক ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য উপকরণ দেওয়া হয়েছে।

তাড়াশ পৌর এলাকার কৃষক মো. ওমর ফারুক বলেন, ‘বাড়ির আঙিনা পতিত থাকে তাই কৃষি অফিসের পরামর্শ ও তাদের সহযোগিতায় বাড়ির আঙিনায় দেড় শতক জায়গায় বেড-এর মাধ্যমে বীজ বপন করা হয়েছিল। বর্তমানে ওই সবজি বাগান থেকে সবজি তোলা শুরু হয়েছে। এতে আমার পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করছি।’

উপজেলার দেশি গ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, তাঁর বাড়ির সামনে দেড় শতক পতিত জমি ছিল। কৃষি অফিসের সহায়তায় সেখানে বেড করে সবজি চাষ করেছেন। তিনি নিজেই এর পরিচর্যা করেন। নিজের বাড়ির আঙিনায় এমন সবজি বাগান করে তিনি লাভবান হয়েছেন।

তালম ইউনিয়নের তালম গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির আঙিনায় পতিত জমিতে বেড করে সবজি চাষ করেছি। বেশ কিছুদিন ধরে বাজার থেকে আমাকে শাক-সবজি কিনতে হয় না। সবজি বাগান থেকেই আমার পরিবারের চাহিদা মিটছে।’

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফন্নাহার লুনা বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় বাড়ির আঙিনায় পতিত জমিতে এ সবজি-পুষ্টি বাগান করার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫১ জন কৃষকের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ওই সবজি বাগান থেকে ওই পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণ হবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত সবজি বাগানগুলো তদারকি করছেন। পাশাপাশি নতুন নতুন কৃষকদের বাড়ির আঙিনায়ও পতিত জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ