স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শেখ কামাল স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
নয়টি বিভাগে জেলা সদরের পাঁচটি প্রতিষ্ঠানের শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
বিকেলে জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক প্রামানিক, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান সাগর।