সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ‘ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে, মুক্তি এসেছে। আমাদের পূর্ব প্রজন্ম যে লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন, তাঁদের আকাঙ্ক্ষাকে পূর্ণতা প্রদান করা আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আজকের নতুন প্রজন্ম-ই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগীয় পর্যায়ে চিত্রাঙ্কন, কুইজ, সংগীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।