একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুব্রত মুখার্জি (৭৫) আর নেই। গতকাল শুক্রবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।
শোকে বিহ্বল পশ্চিমবঙ্গে গতকাল তাঁর সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই তাঁর স্মৃতিচারণে শোক প্রকাশ করেছেন।
২৫ বছর বয়সে একাত্তর সালে প্রথম বিধায়ক নির্বাচিত হন। ১৯৭২ সালে হন পশ্চিমবঙ্গের তরুণতম প্রতিমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি যুব কংগ্রেসের নেতা হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ আয়োজনের অন্যতম দায়িত্ব ছিল তখন তরুণ এ প্রতিমন্ত্রীর কাঁধে। এ বছর ৬ ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক সভার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নিজেই স্মরণ করেছিলেন বঙ্গবন্ধুর সাক্ষাৎ ও স্নেহপ্রাপ্তির কথা। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও প্রিয় ছিলেন সুব্রত। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিই রাজনীতিতে নিয়ে আসেন।