হোম > ছাপা সংস্করণ

নামীদামি পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ৯ দেশের পর্যটক

পাবনা প্রতিনিধি

নিজেদের প্রিয় বিভিন্ন নামীদামি মডেলের পুরোনো ১৬টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ইউরোপের নয়টি দেশের একদল পর্যটক। এসব গাড়ির কোনোটির বয়স ৮০ বছর, আবার কোনোটি ৭০ বছরের পুরোনো। তিন দিন কয়েকটি জেলা ঘুরে গত বুধবার সন্ধ্যায় তাঁরা পৌঁছান পাবনায়।

ভারত, ভুটান ভ্রমণ শেষে বাংলাদেশ ভ্রমণ করছেন বিদেশি এই পর্যটক দল। ভ্রমণকালে তাঁরা বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিত হচ্ছেন। এ দেশের রূপ, রস, গন্ধে আর আতিথেয়তায় মুগ্ধ তাঁরা।

গত বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে শহরের অদূরে বাংলাবাজার রূপকথা ইকো রিসোর্টে দেখা যায়, এ দলে রয়েছেন মোট ৪৩ জন। সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাহারি রং আর নামীদামি মডেলের পুরোনো ১৪টি গাড়ি ও দুটি মোটরবাইক। আলাপকালে জানা গেল, ১ নম্বর লেখা গাড়িটির বয়স ৮৮ বছর। আর ২ নম্বর লেখা গাড়িটির বয়স ৭০ বছরের ওপরে। বয়স অনুসারে গাড়িগুলোকে এভাবে সাজানো। অথচ দেখে বোঝার উপায় নেই গাড়িগুলো এত বছরের পুরোনো।

পর্যটক দলের কো-অর্ডিনেটর মতিউর রহমান জানান, গত ২১ অক্টোবর থেকে ভারত ভ্রমণ শুরু করেন তাঁরা। তারপর ভুটান ভ্রমণ শেষে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ভ্রমণে আসেন এ পর্যটক দল। তারপর কয়েকটি জেলা ঘুরে বুধবার পাবনায় আসেন তাঁরা। নিজেদের প্রিয় ও পুরোনো গাড়ি নিজেরাই চালিয়ে তাঁরা ভ্রমণ করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন নয়জন সাপোর্টিং স্টাফসহ গাড়ি মেরামতের সব সরঞ্জাম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ