জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের দুই ম্যাচে জয়ের পথে আছে সিলেট বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে ঘরের মাঠে আজ শেষ দিন সিলেটের জিততে দরকার ৯১ রান, হাতে ৭ উইকেট।
৩৭ রান নিয়ে আজ চতুর্থ দিনের গোড়াপত্তন করবেন অধিনায়ক জাকির হাসান। তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ অলক কাপালি (৯*)।
সিলেটে আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ১১১ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। ৩ উইকেটে ৯৬ রান নিতে গতকাল তৃতীয় দিন শুরু করা রংপুর প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩২১ রানে। ফিফটি করে আউট হয়েছেন নাসির হোসেন, নাঈম ইসলাম ও আরিফুল হক। তবে আরিফুলের আক্ষেপটা সবার চেয়ে বেশি। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি।
আজ শেষ দিনে অবিশ্বাস্য কিছু না ঘটলে ড্র-ই হবে এ ম্যাচ। কক্সবাজারে ড্রয়ের পথে রাজশাহী বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচটিও। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিন খেলাই হয়েছে মাত্র ২৩.১ ওভার।