হোম > ছাপা সংস্করণ

শিরিন হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

ফেনী প্রতিনিধি

ফেনীর ফাজিলপুরে অন্তঃসত্ত্বা অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে গৃহবধূ শিরিন হত্যা মামলায় স্বামী মো. ইয়াছিনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এই রায় দেন। এ সময় আদালত বলেন, আসামি চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে অন্তঃসত্ত্বা অবস্থায় শিরিনকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর ৭ মার্চ খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা করেন।

মামলার বাদী রেজিয়া বেগম বলেন, আর কেউ যেন এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলেন। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুর সাত্তার বলেন, রায়ে ন্যায়বিচার পাওয়া যায়নি। রায় একতরফা হয়েছে। তিনি উচ্চ আদালতে যাবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ