প্রথমবারের মতো কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দুজন নারী।
জানা গেছে, উপজেলার কৈয়ারবিল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতুল বকেয়া ও পূর্ব বড় ভেওলায় ফারহানা আফরিন মুন্না আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী মুন্না। তিনি দলের মনোনয়ন পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে জান্নাতুল বকেয়া দলীয় মনোনয়ন পেয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করায় নারীর ক্ষমতায়নে দল তাঁকে মূল্যায়ন করেছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর চকরিয়ার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।