হোম > ছাপা সংস্করণ

বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার বখাটে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দারা গত শুক্রবার বানিশান্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইকবাল (২৬)। গত ১ ডিসেম্বর ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ইকবাল তার পথরোধ করেন। তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওড়না নিয়ে টানাটানি করেন। এ ছাড়া ইকবাল তাঁর গোপন অঙ্গ প্রদর্শন করেন। ওই ছাত্রী এর প্রতিবাদ করলে ইকবাল তাকে তুলে নিয়ে অনৈতিক কাজ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওই ছাত্রী বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা বলে। ছাত্রীর মা স্থানীয় বাজারে গিয়ে ইকবালের দেখা পান। সেখানে তাঁর মেয়েকে উত্ত্যক্তকরার কারণ জানতে চান। এতে ইকবাল ক্ষুব্ধ হন। তিনি ছাত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর দাকোপ থানায় ইকবালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরদিন বানিশান্তা এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ এবং তপন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, আবুল সানা, অমৃত বিশ্বাস, আনন্দ বিশ্বাস, পাখি বেগম ও সসুমি বেগমসহ অনেক নারী-পুরুষ অংশ নেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ