সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কোভিড-১৯–এর টিকার কার্যক্রম সিরিঞ্জের অভাবে সাময়িক বন্ধ আছে।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি কোভিডের প্রথম ডোজ নেন ২৮ হাজার ৮৮৫ জন নারী ও ২৬,৬৮১ জন পুরুষ। মোট ৫৫ হাজার ৫৬৬ জন টিকা গ্রহণ করেন সেসময়। দ্বিতীয় ডোজের নারী সংখ্যা ১৯ হাজার ১১২ ও পুরুষের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ মোট ৩৪ হাজার ৯৯৯ জনকে টিকা গ্রহণ করেছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) এসএম হারুন অর রশিদ বলেন, উপজেলায় চারটি ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি জরুরি টিম গঠন করা হয়েছে এবং এই টিমের মাধ্যমে জামতৈল, রায়দৌলতপুর, ভদ্রঘাট ও ঝাঐলের ১৬টি কমিউনিটি ক্লিনিকে (সিসি) টিকা দেওয়া হবে।
কামারখন্দ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম নিশ্চিত করে বলেন, ‘সিরিঞ্জের অভাবে টিকার কার্যক্রম বন্ধ আছে। তবে সিরিঞ্জ আসলে আমরা আবার দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করব।’