পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১০-এর ঘরের নিচে নেমেছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ভারী কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার বিস্তীর্ণ এলাকা। সকালে ভারী কুয়াশার সঙ্গে আকাশ মেঘে ঢেকে থাকায় সূর্যের দেখা মেলে দুপুরের দিকে। আর দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও উত্তরের কনকনে শীতল হাওয়া প্রবাহিত হওয়ায় সূর্য খুব কমই উত্তাপ ছড়ায়। এই বাতাস অব্যাহত থাকছে সন্ধ্যা পর্যন্ত।
এদিকে পঞ্চগড় জেলায় সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্রের সঙ্গে বেসরকারি পর্যায়েও কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
পঞ্চগড় সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মনোয়ারুল ইসলাম জানান, শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও কমতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে বাতাস এভাবে প্রবাহিত হলে আরও নিচে নামতে পারে।