হোম > ছাপা সংস্করণ

প্রশাসনের অভিযানে বালু উত্তোলন বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় কোনো ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা যায়নি। তবে ৮টি ড্রেজার ও ২ কিলোমিটার দৈর্ঘ্যের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।

জানা যায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় শিবচর-বাঁশকান্দি আঞ্চলিক সড়কের পাশে নদী থেকে স্থানীয় লোকজন ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এ কারণে আশপাশের ফসলি জমি নদীতে ভেঙে পড়ছে। হুমকির মুখে পড়েছে আশপাশের একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘর। পরে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ৮টি ড্রেজিং ও ২ কিলোমিটার প্লাস্টিকের পাইপ ভেঙে নষ্ট করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, ‘আমরা জানতে পারি রাতের আঁধারে এই এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন ডোবা ও পুকুর ভরাট করছেন কিছু লোক। এ ছাড়া গতদিন এই এলাকার একটি মাত্র রাস্তার কিছু অংশ নদীতে ভেঙে গেছে। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ড্রেজার মেশিন ও দুই কিলোমিটার প্লাস্টিকের পাইপ নষ্ট করি। তবে এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ