ময়মনসিংহে ২৪ ঘণ্টায় চার মাদক কারবারিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ৫ মাদক কারবারি হলেন হায়দার আলী ওরফে হাইদুর, বরকত আলী, কালু মিয়া, ফজলুল হক ও মো. আলামিন ওরফে আলা। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৪ জন ও নিয়মিত মামলায় চারজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চার মাদক কারবারির নামে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত ১৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।