হোম > ছাপা সংস্করণ

আগাম আলুতে লাভের আশা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। উপজেলার ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করেছেন কৃষকেরা। এতে ফলন কম হলেও লাভবান হবেন এমনটাই আশা তাঁদের।

উপজেলার বাহাগিলী ইউপির উ দুরাকুটি জয়নোনেরকোট গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম জানান, চলতি বছর ৩৫ বিঘা জমিতে আলু রোপণ করেছি। এর মধ্যে চার বিঘায় লাগানো হয় আগাম জাতের আলু। পরে ৬১ দিনের মাথায় আলু তোলা হয়, যা ৩০ থেকে ৩৫ বস্তা আলু হবে। জমিতে ৪০ জন শ্রমিক কাজ করেছেন। এতে আগাম ফলন হিসেবে খরচবাদে দ্বিগুণ লাভ হবে।

স্থানীয় কৃষকেরা জানান, বৈরী আবহাওয়ায় চাষিরা বিপাকে না পড়লে ৩০ শতাংশ আগাম জাতের জমির আলু বাজারে চলে আসত। এখন টুকটাক আলু তোলা শুরু হয়েছে। আর কয়েকদিন গেলে উপজেলার নয়টি ইউপির বিস্তীর্ণ মাঠে আলু উত্তোলনের মহোৎসব শুরু হবে এবং বাজার দর ঠিক থাকলে চাষিরা লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, নতুন আলু উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। ভালো দাম পেলে আগামীতে আরও কৃষক আলু চাষে উৎসাহী হবেন। চলতি বছর এ আলু উৎপাদনের অতীতের সব রেকর্ড ভাঙবে বলে আশা করছি। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ