হোম > ছাপা সংস্করণ

ডাক্তার থেকে বের হয়ে নিখোঁজ, খালে লাশ

বাউফল উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর ফেরদৌসি আক্তার (৩০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধার বাড়ির দক্ষিণ পাশের ভুরভুরিয়া খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌসি আক্তার দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধার বাড়ির দক্ষিণ পাশের ভুরভুরিয়া খালে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘ফেরদৌসী আক্তার গত ২৯ অক্টোবর ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ বিষয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফেরদৌসির স্বজন মোশারেফ মৃধা বলেন, ‘আমার বোনের মেয়ের মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা আইনি পথে যাব কি না ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নিব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ