চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী শ্রমিকদের বহনকারী মিনিবাসে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসটি ইউটার্নের সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বাঁশবাড়িয়ার ইউনিটেক্স টেক্সটাইল মিলের শ্রমিক। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বিকেলে কারখানায় কাজ শেষে মিনিবাসে করে ফিরছিলেন নারী শ্রমিকেরা। তাঁদের বহনকারী মিনিবাসটি বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক মিনিবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এ সময় মিনিবাসে থাকা ২০ নারী শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পাশাপাশি স্থানীয় চিকিৎসকদের কাছেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়ায় চট্টগ্রামগামী মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনিবাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানজট স্বাভাবিক হয়।