হোম > ছাপা সংস্করণ

সরকারি হলো হাজী আসমত কলেজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আসমত কলেজের সরকারীকরণ করা হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখা থেকে উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

১৯৪৭ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন ভৈরবের দানবীর খ্যাত হাজী আসমত আলী। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটির অনুমোদন দিয়েছিল। কলেজটি সরকারীকরণ করার জন্য স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ করেন। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বছরের ২২ জুন কলেজটি সরকারীকরণ করতে শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের ছয় মাস পর শিক্ষা মন্ত্রণালয় হাজী আসমত কলেজটি সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ মিয়া বলেন, ‘কলেজটি সরকারি করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।’

সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার বাবা প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্বপ্ন ছিল এই কলেজটি সরকারীকরণ করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় কলেজটি সরকারীকরণের নির্দেশনা প্রদান করেন। এ জন্য ভৈরববাসী প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ