মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কড়ইচড়া ইউপির এক সদস্য প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে ওই মেম্বার প্রার্থী দেয়ালে পোস্টার ঝুলিয়েছিলেন। এতে নির্বাচনী আচরণবিধি ৩১ ধারা লঙ্ঘন করেন তিনি। এ জন্য তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। আগামী ২৬ ডিসেম্বর মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।