রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
গত ১২ অক্টোবর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন আর্থরাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। গত রোববার বায়োপসি রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা চলছে।
গতকাল সোমবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তাঁর বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া। হাসপাতালের পাশাপাশি বাসা থেকেও তাঁর জন্য খাবার পাঠানো হচ্ছে। তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তাঁর খোঁজখবর রাখছেন।