চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১২১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ।
গতকাল মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন ও মতলব উত্তরের ১ জন রয়েছেন। এ দিন ৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২ জন ও ফরিদগঞ্জের ১ জন।