ঝিনাইদহের কোটচাঁদপুরে রাহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লক্ষিকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, রাহিমা খাতুন দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে সবার অলক্ষ্যে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
এ ব্যাপারে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অজিয়ার রহমান জানান, রাহিমা খাতুন গলায় কাপড় দিয়ে ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ পাঠানো হয়েছে।’