বোরহানউদ্দিন উপজেলার সেই ৮০ বছর বয়সী বৃদ্ধার দায়িত্ব নিলেন কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব কাজী।
কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্কার পোল বাজার এলাকার বৃদ্ধ ছফুরা বিবি প্রায় ৪০ বছর ধরে সঙ্গীহীন। আপনজন বলতে কেউ নেই। তাঁর হাঁটতে-চলতে কষ্ট হয়। এরপরও জীবিকার তাগিদে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন। কখনো অসুস্থ হলে খেয়ে না খেয়ে বিছানায় পড়ে থাকেন। দেখার কেউ থাকেন না। মাথা খোঁজার ঠাঁই বলতে পরিত্যক্ত একটি জরাজীর্ণ ঘর রয়েছে। এই বিষয়ে ফেসবুকে পোস্ট করেন স্থানীয় দুজন সাংবাদিক। বিষয়টি নজরে আসে ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজীর। পরে গতকাল সোমবার তিনি বৃদ্ধার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে আমৃত্যু তাঁর সকল দায়িত্ব বহনের সিদ্ধান্ত নেন।
ঘর পাওয়ার কথা শুনে বৃদ্ধা ছফুরা বিবি বলেন, ‘আপনাগো সহযোগিতায় ঘর পেলাম, খাবারের জন্য সহায়তা পেলাম আপনাগো লাইগা দোয়া করব।’
ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজী বলেন, ‘ঘর নির্মাণ কাজ শুরু করেছি। বৃদ্ধার জন্য খাবারের ব্যবস্থা করেছি।’