শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঢ়ীখাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার ১২ দিন পর শেখ আব্দুল আউয়াল (৫৯) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আব্দুল আউয়াল রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর রাঢ়িখাল গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে।
গতকাল বুধবার সকালে রাঢ়িখাল কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাঢ়িখাল ২য় কবর স্থানে দাফন করা হয়।