হোম > ছাপা সংস্করণ

দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না ৭৭৭ শিক্ষক

নওগাঁ প্রতিনিধি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত ৭৭৭ জন শিক্ষকের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ছাড়াও এ শিক্ষকেরা মানববন্ধনে ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের (স্টেপ) অধীনে নিযুক্ত ১৭ জন কারিগরি শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মোট শিক্ষক রয়েছেন ১ হাজার ৪২৭ জন। তার মধ্যে রাজস্ব খাতে ৬৫০ জন শিক্ষক রয়েছেন। বাকি ৭৭৭ জন স্টেপ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া। এসব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকস্বল্পতা দূর করার লক্ষ্যে ২০২০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর স্টেপ প্রকল্পটি নেয়। প্রকল্পের অধীনে দুই ধাপে ১ হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চালু ছিল। প্রকল্পটি শেষ হওয়ার দিন প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে স্টেপ প্রকল্পে নিযুক্ত ৭৮৬ জন শিক্ষককে সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বক্তারা আরও বলেন, ২০১৯ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ওই ৭৮৬ জন শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষক ১৮ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবু হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, ইয়াসমিন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ