হোম > ছাপা সংস্করণ

গাছ বাঁচাবে আদিবাসী মেয়ে মাধবী

কলকাতার সিরিয়ালের মিষ্টিমুখ শ্রাবণী বুনিয়া। একাধিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। স্টার জলসার ‘রাখিবন্ধন’ দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়জীবন। এরপর ‘কনক কাঁকন’ কিংবা ‘জীবনসাথী’—প্রতি কাজেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন শ্রাবণী। তিনি এবার আসছেন মাধবীলতা হয়ে। চরিত্রটি প্রতিবাদী। স্টার জলসার ‘মাধবীলতা’ সিরিয়ালে নায়কদের মতোই ভিলেনদের পরাস্ত করতে দেখা যাবে শ্রাবণীকে।

সিরিয়ালের গল্পে মাধবী আদিবাসী মেয়ে। জঙ্গল তার কাছে মায়ের মতোই। গ্রামের প্রভাবশালী ব্যক্তি পুষ্পরঞ্জন চৌধুরী জঙ্গলের গাছ চোরাচালান করে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মাধবী। তার একটাই লক্ষ্য জঙ্গল বাঁচাতে হবে! বন্ধ করতে হবে বেআইনিভাবে গাছ কাটা ও চোরাচালান! ‘বরণ’ ধারাবাহিকের রুদ্রিক অর্থাৎ সুস্মিত মুখোপাধ্যায় এ সিরিয়ালের নায়ক। গল্পে সে পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে। শখের ফটোগ্রাফার। একদিন জঞ্জলে ছবি তুলতে গিয়ে মাধবীর লড়াই তার নজরে আসে। হাতে মোটা লাঠি আর দা নিয়ে তাড়া করছে গাছ কাটতে আসা পুষ্পরঞ্জনের লোকদের। আর বলছে, ‘এই জঙ্গলে আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। গাছ যে কাটতে আসবে তার হাত আমি কেটে নেব।’

অভিনেত্রী শ্রাবণী বলেন, ‘মাধবীলতা চরিত্রটি বাস্তবজীবনেই আছে। পরিচালক স্নেহাশিস চক্রবর্তী দেখেছেন সেই নারীকে। তাঁর থেকেই অনুপ্রাণিত হয়ে চরিত্রটি তৈরি করেছেন স্নেহাশিসদা।’

কয়েক দিন আগে মাধবীলতার প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। জানানো হয়েছে, আগামী মাসের শুরুর দিকে শুরু হবে সিরিয়ালটির প্রচার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ