হোম > ছাপা সংস্করণ

জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ‘দুর্বৃত্ত’ আতঙ্ক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের আনাগোনা বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহে সড়কে ছিনতাইসহ বাগানের লেবু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন লেবু ব্যবসায়ীরা।

স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, রাঙ্গুনিয়া থেকে দুর্বৃত্তের দল এসে জৈষ্ঠ্যপুরার পাহাড়ি এলাকা থেকে এক সপ্তাহ আগে বিভিন্ন লেবু বাগানের দুই লাখ টাকার বেশি লেবু নিয়ে গেছে। দলটি সশস্ত্র ছিল।

লেবুচাষি উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল বলেন, ‘জৈষ্ঠ্যপুরা পাহাড়ের বাগান থেকে প্রতিরাতেই লেবু চুরির ঘটনা ঘটছে। রাঙ্গুনিয়া সীমান্ত থেকে এসে একটি দল এ কাজ করছে বলে জানতে পেরেছি। লেবু নিয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন লেবুচাষিরা। ওই দল বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। এতে লেবুচাষিরা বর্তমানে আতঙ্কে রয়েছেন।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভান্ডালজুড়ি জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম থেকে রাঙ্গুনিয়া সফরভাটা গুদামঘর সড়কে প্রায় ছিনতাইয়ের কবলে পড়ছেন যাত্রীরা। গত রোববার রাত ১০টার দিকে এ সড়কের দোচালিয়া বড়ইতলী এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ১০ জন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।

ভুক্তভোগীদের একজন রাসেল বলেন, রাঙ্গুনিয়া থেকে বোয়ালখালী আসার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তিনটি ট্যাক্সির যাত্রীদের টাকা-পয়সা লুটে নেয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খোরশেদ (৩২) নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ খোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বোয়ালখালী উপজেলার অলিবেকারী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়। এ ছাড়া ওইদিন দুর্বৃত্তদের মারধরে পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম মিনহাজ বলেন, ‘রাঙ্গুনিয়ার তোফায়েল গ্রুপ এ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘দুর্বৃত্তের দলের হামলায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে ঘটনাটি বোয়ালখালী অংশে হয়নি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ