নিজের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে এমন মিথ্যা তথ্য দেওয়ায় নোয়াখালীর সদরে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। যা জরুরি সেবায় কল দিয়ে স্বামী আনোয়ার পুলিশি সহযোগিতা চেয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। পরে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে সে মজা করতে গিয়ে ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দিয়েছে বলে স্বীকার করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আনোয়ার ৯৯৯-এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজে অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।