ঝিনাইদহের শৈলকুপায় দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
আহতরা হলেন উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে স্বপন (৩৫) ও ঝাউদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাব্বি (৩০)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকানে যুবলীগ কর্মী স্বপন ও রাব্বি বসে ছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি দল রামদা ও চায়নিজ কুড়াল নিয়ে তাঁদের ধাওয়া করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তেরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক স্বপনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহাসিন হোসাইন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই যুবলীগ কর্মীর ওপর হামলা হতে পারে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।