হোম > ছাপা সংস্করণ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ১৫১ পেশাজীবীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ১৫১ পেশাজীবী। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

সংগঠনের নেতারা বিকৃতিতে উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী। চিকিৎসা ব্যবস্থায় দেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা আছে। বিষয়টি এর আগে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। এতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে তিনি অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন।

এ অবস্থার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা গ্রহণ করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য পেশাজীবী হিসেবে আহ্বান জানান নেতারা। সেই সঙ্গে উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারের নীতিনির্ধারকদেরই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেন।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, ডা. আবুল কালাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, অধ্যাপক ডা. আবদুল আলীম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ