তারাকান্দায় বিয়ের আশ্বাস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ফুলপুর উপজেলার একটি গ্রামের এক ব্যক্তি (৩৭) গত ২৫ অক্টোবর ওই এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে। পরে ওই শিক্ষার্থীর পরিবার খোঁজাখুঁজি করে গাজীপুর জেলা শহরে তাঁদের অবস্থান করার সংবাদ তারাকান্দা থানা-পুলিশকে জানায়।
পরে পুলিশ গত সোমবার ভুক্তভোগীকে উদ্ধার এবং ওই যুবককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে গত সোমবার রাতে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন।
ওসি আরও জানান, গতকাল মঙ্গলবার ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।