হোম > ছাপা সংস্করণ

পুতুলনাচের ইতিকথা নিয়ে সিনেমা

মাঝে বাংলাদেশে সিনেমা প্রযোজনা ও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন জয়া আহসান। সম্প্রতি আবারও ব্যস্ত হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গে। একের পর এক নতুন কাজের ঘোষণা দিচ্ছেন। কিছুদিন আগেই জানা গেল, কবি জীবনানন্দ দাশকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। নাম ‘ঝরা পালক’। তাতে জীবনানন্দের স্ত্রী লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আগামী ফেব্রুয়ারিতে কবির জন্মমাসে কলকাতার হলে মুক্তি পাবে সিনেমাটি।

বছরের শুরুতে শুটিং শুরু করেছেন কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ সিনেমার শুটিং। এবার জানা গেল, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। উপন্যাসের নামেই হবে সিনেমাটি। নির্মাণ করছেন ওপার বাংলার সুমন মুখোপাধ্যায় আর নায়িকা হচ্ছেন জয়া আহসান।

২০০৮ সাল থেকেই ‘পুতুলনাচের ইতিকথা’র পরিকল্পনা শুরু হয়। কিন্তু উপন্যাসের স্বত্ব ও বাজেটসংক্রান্ত জটিলতার কারণে এত দিন বাস্তবায়িত হয়নি। নতুন বছরে সব জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে এই সিনেমার কাজ। প্রধান চরিত্রে জয়া ছাড়াও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে এই সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল, দর্শকের সামনে গল্পটা আরও সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। তিনি জানান, ‘উপন্যাসের সব কিছু সিনেমায় তুলে আনা সম্ভব হবে না। আমি চরিত্রের রসায়নের ওপর বেশি জোর দিয়েছি।’ সুমনের বাবা অরুণ মুখোপাধ্যায় পুতুলনাচের ইতিকথা মঞ্চস্থ করেছিলেন। সিনেমা তৈরির পেছনে ওটাই সুমনের প্রথম অনুপ্রেরণা।

উপন্যাসের শশীর চরিত্রে থাকছেন আবীর। জয়া অভিনয় করবেন কুসুম চরিত্রে। কুমুদ চরিত্রটি করবেন পরমব্রত। সিনেমার মূল চরিত্র শশী। কলকাতায় পড়াশোনা করা শশী গ্রামে আটকে পড়ে। লন্ডনে গিয়ে চিকিৎসায় উচ্চশিক্ষার ইচ্ছে পূরণ হয় না তার। শশীর এই আটকে পড়া, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা...এসব দিক সিনেমার মূল বিষয়বস্তু হয়ে উঠবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ