মুন্সিগঞ্জের সিরাজদিখানে বছরের প্রথম দিনে ২৫ হাজার শিশু শিক্ষার্থী পাবে নতুন বই। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা থেকে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৫টি কেজি স্কুলের প্রধান শিক্ষকেরা এই নতুন বই স্কুলে নিয়ে যান।
ভূইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার স্কুলে ১৫২ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের বছরের প্রথম দিনেই নতুন বই দেওয়ার জন্যই আমরা উপজেলা থেকে বই নিয়ে যাচ্ছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৫টি কেজি স্কুলের বই বিতরণ করা হচ্ছে। এ বছর ২৫ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।’