শান্তিগঞ্জে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও জয়কলস ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ননী ভূষন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।