জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫০টি ইয়াবা বড়ি ও ৪ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গত শনিবার রাত ৩টার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের আনোয়ার হোসেন (৪১) ও তাঁর স্ত্রী তানজিলা বেগম (৩৭)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সে সময় তানজিলা বেগমের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছে থেকে ৫০টি ইয়াবা বড়ি ও ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি জানান, তাঁরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।