সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরের বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চন্দনপুর হাইস্কুল চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চন্দনপুরের বৈশাখী সংঘ ও পাঠাগারের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংবর্ধিত নবনির্বাচিত চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা।
সাবেক ইউপি সদস্য মাসুদ পলাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফফার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মইনুউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম প্রমুখ।