হোম > ছাপা সংস্করণ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। এখন আমাদের মাথাপিছু আয় ৫৪০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬০০ ডলার হয়েছে।’

মির্জা আজম তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘আমি ও জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে রয়েছি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এ বিশেষ বর্ধিতসভায় আসতে বাধ্য হয়েছি।’ এ সময় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, ভুয়াপুর-গোপালপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ