হোম > ছাপা সংস্করণ

মৃণাল সেনকে নিয়ে, ৩ সিনেমা ও সিরিজ

গতকাল ছিল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিন। আগামী বছর তাঁর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হবে। সে উপলক্ষে কলকাতার তিন জনপ্রিয় নির্মাতা বানাচ্ছেন তিনটি ভিন্ন সিনেমা ও সিরিজ। কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচালকেরা কাজ করছেন তাঁকে নিয়ে। এই খবর জানিয়েছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।

পরিচালকপুত্র বলেন, ‘বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। অনেক বাহবা পেয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে তিনটি সিনেমা তৈরি হচ্ছে বাবার জীবন ও কাজ নিয়ে।’

কুণাল সেন জানান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করছেন ‘পালান’ নামের একটি সিনেমা। এতে হাজির হবে মৃণালের ‘খারিজ’ সিনেমার চরিত্ররা। ‘খারিজ’-এ যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের অনেকেই একই চরিত্রে কৌশিকের সিনেমায়ও অভিনয় করবেন। সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি কাল্পনিক বায়োগ্রাফি। তিনি সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। এটি সিরিজ। কুণাল সেন বলেন, ‘অঞ্জন দত্ত তৈরি করছেন একটি ব্যক্তিগত ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জনের কথোপকথনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে সিনেমাটি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ