হোম > ছাপা সংস্করণ

দেড় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামে দেড় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে শতাধিক চুলার গ্যাস বিচ্ছিন্ন হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

এদিকে আনুমানিক ৪০টি পরিবারের দাবি, তাঁদের গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। নিয়মিত বিল পরিশোধ করে আসছেন তাঁরা।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাঁচ থেকে ছয় বছর ধরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিপুলসংখ্যক পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এই সম্পূর্ণ গ্যাস লাইনটি অনুমোদনহীন। নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে অভিযান চালানো হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম, প্রকৌশলী ছগির আহমেদ, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক (সেফটি সিকিউরিটি) মো. শাহজাহান, ব্যবস্থাপক (প্রটোকল) মো. বেলায়েত হোসেন, উপব্যবস্থাপক (ভিজিল্যান্স) সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়াদের একজন রহিম মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছি। এখন এলপি গ্যাস ব্যবহার করতে হবে।’

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম বলেন, ‘বই অথবা অনলাইন কার্ডের মাধ্যমে ব্যাংকে বিল পরিশোধ করলে সঠিক হবে না। কারণ মূল লাইনটিই অবৈধ। দুই মাস আগে থেকে তদন্ত করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাসিন্দারা এখন বিষয়টি স্বীকার করছেন না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ