হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে হেরে চেয়ার ফিরিয়ে নিলেন প্রার্থী

নান্দাইল প্রতিনিধি

নান্দাইলে নির্বাচনে হেরে আট বছর আগে দেওয়া অনুদান ফেরত নিয়েছেন এক ইউপি সদস্য প্রার্থী। অনুদান হিসেবে দেওয়া চেয়ার বাড়িতে নিয়ে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার আচারগাঁও ইউপির ২ নম্বর ওয়ার্ডের টংগীরচড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রশিদ ওয়ার্ডের দায়িত্বে থাকাকালীন স্থানীয় ‘সিংদই টাইগার ক্লাব’ নামের একটি অরাজনৈতিক ক্লাবে অনুদান হিসেবে পাঁচটি চেয়ার দেন। কিন্তু নির্বাচনে হেরে দীর্ঘ আট বছর পর অনুদানের চেয়ারগুলো ফেরত নিয়েছেন। ৫ জানুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মো. অনিক হাসান মন বলেন, ২০১৫ সালে আমরা ক্লাবের কার্যক্রম শুরু করার সময় স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদের কাছে ক্লাবের জন্য চেয়ার চাইলে তিনি পাঁচটি প্লাস্টিকের চেয়ার অনুদান দেন। কিন্তু গত নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় অনুদান দেওয়া চেয়ার ফেরত চান। পরে ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে চেয়ারগুলো ফেরত দেওয়া হয়।

ক্লাবের উপদেষ্টা মোনায়েম হোসেন বাবুল বলেন, ‘এমন মনমানসিকতার একজন মানুষ কীভাবে জনপ্রতিনিধি হন বা হওয়ার চেষ্টা করেন, তা আমার বোধগম্য নয়। আমরা লজ্জিত ও অনুতপ্ত। এটা একটা ক্লাব, যেখানে তরুণ প্রজন্ম জড়িত। অনেকে এখনো ভোটারই হয়নি। অথচ তাদের মনে এমন একটি আঘাত দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রশিদের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ