উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা জেলার এডিসি শাহনাজ সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ৯ নভেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদানের জন্য ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। পরে ঢাকা জেলা শিক্ষা অফিসারকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হলে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আ ন ম সামসুল আলমকে দায়িত্ব দেওয়া হলো।
‘অযোগ্যতার’ অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের অপসারণের দাবিতে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের মুখে গত ৯ নভেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন পদত্যাগ করেন।