ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান ও এক সাধারণ সদস্য প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউপিতে এ জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার ১ নম্বর মাধবপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সুলতান আহম্মেদের সমর্থক শাহ এমরান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদ উদ্দিন ও চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন চৌধুরীকে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের সাধারণ সদস্য প্রার্থী সুলতান মিয়াকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে উপজেলার মাধবপুর ইউপির তিন চেয়ারম্যান ও এক সাধারণ সদস্য প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।