হোম > ছাপা সংস্করণ

ফলাফল মেনে নেওয়ার শপথ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপিতে ফলাফল যা-ই হোক, মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রার্থীরা। গতকাল শনিবার সকালে দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চ বিদ্যালয় মাঠের একই মঞ্চে জয়-পরাজয় মেনে নেওয়ার অঙ্গীকার করেন এসব প্রার্থীরা। জেলা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ইউপির ৪৪ প্রার্থী।

এ সময় প্রার্থীরা জানান, নির্বাচনে হার-জিত যাই হোক হাসিমুখে তা সবাই গ্রহণ করবে। যিনিই বিজয়ী হবে সকলকে সঙ্গে নিয়ে এলাকার জন্য তিনি কাজ করবেন। যিনি পরাজিত হবেন তিনি হাসিমুখে মেনে নেবেন। এ সময় অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থী বক্তব্য দেন।

প্রার্থীরা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যই নির্বাচনে প্রার্থী হওয়া। নির্বাচিত হলে সুখে-দুঃখে সবার পাশে থাকার অঙ্গীকার। মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ করা, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাই মিলে কাজ করতে হবে। জনগণ যাকে যোগ্য মনে করবেন ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে আয়োজনের লক্ষ্যে এ অনুষ্ঠানের করা হয়েছে। প্রার্থীরা অঙ্গীকার করেছেন তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেবেন। নির্বাচনের পরও যেন কোন বিশৃঙ্খলা না হয় সেটাই উদ্দেশ্য।

আগামী ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আখাউড়ায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ