⊲ দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান (বাংলা সিনেমা)
অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী, দেবশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, অনুজয় চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: হুট করে চুরি হয়ে যায় দুটি মূর্তি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি ষাঁড়ের মূর্তি, যা কালিবঙ্গান থেকে সংগৃহীত এবং একটি প্রাচীন নটরাজ মূর্তি। ঘটনার সঙ্গে জড়িত অ্যান্টিক জিনিস সংগ্রাহক এবং মিউজিয়ামের বেশ কয়েকজন কর্মী। ঘটনাক্রমে রাজস্থানে বেড়াতে গিয়ে একেন বাবু জড়িয়ে পড়েন এই ঘটনায়।
⊲ শেভেলিয়ার (ইংলিশ সিনেমা)
অভিনয়ে: কেলভিন হ্যারিসন, লুসি বয়ন্টন, সামারা ওয়েভিং
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: ফরাসি সুরকার ও বেহালাবাদক জসেফ বলোনে শেভেলিয়ারের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। শেভেলিয়ারের মা ছিলেন একজন আফ্রিকান ক্রীতদাস, বাবা এক ফরাসি বাগানমালিক। শেভেলিয়ারের বৈচিত্র্যময় জীবন, প্রেমকাহিনি আর খ্যাতিমান সুরকার ও বাদক হিসেবে নিজেকে তৈরির করার গল্প নিয়ে সিনেমা।
⊲ এক্সট্র্যাকশন ২ (ইংলিশ সিনেমা)
অভিনয়ে: ক্রিস হ্যামসওয়ার্থ, গোলশিফতে ফারাহানি
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: অ্যাকশন সিনেমা এক্সট্র্যাকশন-২-এর গল্প অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের একজন সাবেক সদস্যকে ঘিরে। নাম তার টিলার রেক। প্রথম পর্বে সে মিশনে এসেছিল বাংলাদেশে এক শীর্ষ সন্ত্রাসীর সন্তানকে উদ্ধার করতে। সেই মিশনে ঢাকায় এক লড়াইয়ে পানিতে ডুবে গিয়ে কোনোমতে বেঁচে ফেরে রেক। শুরু হয় তার নতুন মিশন, নতুন পরিকল্পনা। দ্বিতীয় সিনেমাটিতে ক্রিসকে দেখা যাবে আরও চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যে।
⊲ ফারহানা (তামিল সিনেমা)
অভিনয়ে: ঐশ্বরিয়া রাজেশ, ঐশ্বরিয়া দত্ত, অনুমোল
দেখা যাবে: সনি লিভ
গল্পসংক্ষেপ: ফারহানা নামের এক ধর্মপ্রাণ মুসলিম নারীকে নিয়ে গল্প। সামান্য জুতার ব্যবসা দিয়ে চলে তার পরিবার। সেই ব্যবসা টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। কঠিন এই সময়ে পরিবারের সম্মতি নিয়ে একটি কল সেন্টারে যোগ দেয় ফারহানা। দুঃসময় আরও ঘনীভূত হয়, যখন তার শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। আরও উপার্জনের পথ খুঁজতে থাকে সে। ঘটনা অন্যদিকে মোড় নেয়, যেদিন সে দেখা করে কল সেন্টারের ফোনে পরিচিত হওয়া এক ব্যক্তির সঙ্গে।