কর্ণফুলী প্রতিনিধি
ছুরিকাঘাতের ৯ দিন পর চিকিৎসাধীন মারা গেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৪৫)। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসাপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে মোহাম্মদ কাইয়ূম বলেন, ‘ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের আমার বাবা দীর্ঘদিন ধরে চাঁদা দিয়ে আসছিলেন। গত কয়েকদিন ধরে চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ায় তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।’
গত ১০ ডিসেম্বর শুক্রবার রাতে চরপাথরঘাটার একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে ছেলের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়।