নীলফামারীর ডিমলা উপজেলায় সোহেল রানা (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই কিশোরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লাম (১৮) ও বাবু (১৭) নামে দুজনকে আটক করে। সোহেল রানা ওই ইউনিয়নের মিয়াপাড়ার নজরুল ইসলামের ছেলে।
সোহেলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর কলোনিবাজার থেকে ময়নাল হকের ছেলে দোয়েল, বাবুসহ অজ্ঞাত কয়েকজন সোহেলকে ডেকে হাইস্কুল মাঠে নিয়ে যায়। রাত ৯টার দিকে তারা ধারালো ছুরি দিয়ে সোহেলকে জবাই করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।’