হোম > ছাপা সংস্করণ

আউশের হাসি কৃষকের

মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে এ বছর আউশ ধানের ভালো ফলন হয়েছে। যত দূর চোখ যায় পাকা ধানের হলুদ মাঠ। বাজারে ধানের দামও ভালো। তাই কৃষকের মুখে হাসি। লাভবান হওয়ার আশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আমতলীতে আউশ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ৫ হেক্টর। ওই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমতলীতে আউশ ধানের আবাদ বেশি। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ থেকে শুরু করে জ্যেষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত। উচ্চ ফলনশীল জাতের বিরি-৪৮, চায়না ও গোড়াইল্লা ইরি ধান চাষ করছেন কৃষকেরা। বর্তমানে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

কৃষকেরা বলেন, এক একর জমিতে উৎপাদন খরচ ৩০-৩৫ হাজার টাকা। ওই জমিতে ৫০-৬০ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শুরুতেই বাজারে প্রতি মণ ধান ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বর্তমানে বাজারে ধানের দাম কিছুটা কম। সাড়ে ৪৬ কেজি মণের চায়না ধান ৯৫০ টাকা, বিরি-৪৮ ধান ৯৫০ টাকা এবং গোডাইল্লা ইরি ধান ৯৭০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সোমবার উপজেলার কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পাকা ধানে মাঠের পর মাঠ হলুদের সমারোহ। কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।

আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ‘দুই একর জমিতে আউশ ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বাজারে সাড়ে ৪৬ কেজির প্রতি মণ ধান ৯৫০-৯৭০ টাকায় বিক্রি হচ্ছে। দু-এক দিনের মধ্যে ধান কাটা শুরু করব।’  

কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের ছালাম মাদবর বলেন, ‘এক একর জমিতে আউশ ধান চাষ করেছি। ধানের বাম্পার ফলন হয়েছে এবং বাজারে ধানের দামও ভালো। আশা করি লাভবান হব।’

ব্যবসায়ী আব্দুল হালিম ও মো. ফয়সাল মৃধা বলেন, তিন জাতের ধান বাজারে বিক্রি হচ্ছে। চায়না ধান প্রতি মণ ৯৫০ টাকা, বিরি-৪৮ ধান ৯৫০ এবং গোডাইল্লা ইরি ৯৭০ টাকার বিক্রি হচ্ছে।

আমতলী উপজেলা আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, বাজারে বিআর-৪৮, চায়না ও গোডাইল্লা ইরি ধান বিক্রি হচ্ছে। শুরু থেকেই বাজারে ধানের দাম ভালো।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, এ বছর আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫ হেক্টর। ওই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ধানের বাম্পার ফলন হওয়ায় ভবিষ্যতে চাষে আরও উৎসাহিত হবেন কৃষকেরা। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা লাভবান হবেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ