হোম > ছাপা সংস্করণ

প্রতিপক্ষের হামলায় শিশুসহ আহত ৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ির ভেতর প্রতিপক্ষের হামলায় শিশু, নারীসহ ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পৌর এলাকার বেতুয়া মহল্লার মেজবার আলীর বাড়িতে এই হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, মেজবার আলীর ছেলে আহত রেজাউল, তাঁর মেয়ে, রেজাউলের মাসহ ছয়জন আহত হয়েছেন। প্রতিবেশী আব্দুস সালামের লোকজন প্রায়ই নিজেদের জায়গা দাবি করে তাঁদের (মেজবা) বাড়ি থেকে পৌরসভার রাস্তায় যেতে বাধা দিতেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ৮টার দিকে আব্দুস সালাম, তাঁর ছেলে ইসমাইল হোসেন, আইয়ুব আলী, শহিদুল ইসলাম, নুর মোহাম্মদসহ কয়েকজন রেজাউলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় নগদ অর্থসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে রেজাউল জানান। তিনি আরও বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক হোসাইন আলী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় ধান গাছের খড় শুকানোকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয় ও উত্তেজনার সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ